পাঠক

সাহিত্য পাতা

বটের শাসন

প্রিন্ট
বটের শাসন

প্রকাশিত : ২৪ অক্টোবর ২০২৪

অন্য গাছে বসল বট,
অঙ্কুরিত হলো তার বীজ,
মূল বাড়তে মাটির পথে,
জীবন পেলো নিজের দিশা।

চারপাশে ছড়াল শিকড়,
জড়িয়ে নিলো ঘন করে,
আলো শুষল নিজের তরে,
মূল গাছ ঢাকল অন্ধকারে।

দুর্বল হলো মূল গাছ,
খাবার পেলো না আর,
আলোর লড়াইয়ে হার মেনে,
মৃত্যুর পথে সে এগোয়।

বট হলো আরো বড়,
মূল গাছ হারালো সব,
বট হলো বিজয়ী একা,
এভাবেই সে হলো মহৎ।