পাঠক
আমার স্মৃতি একফোঁটা জল হয়ে
আমার পদচিহ্ন ধুয়ে যাবে
তখন আমি আর আসবো না ফিরে,
আমি রয়ে যাবো নীলিমার এক কণা হয়ে,
যেন এক অদৃশ্য তারা,
যখন সমস্ত শব্দ থেমে যাবে
ওই নীল পর্দায়।।।।
আমার নীরব অস্তিত্ব ।
যেদিন আর ফেরা হবে না আমার
আমি আছি তোমার পাশে-
হয়তো একে একে সব ভাসবে
একফোঁটা চোখের জল হয়ে
তুমি যখনই আমাকে ডাকবে,
নীল আকাশে নিভে যাওয়া
তোমার একাকীতায় আমি।
রোজী সিদ্দিকী
মতামত