পাঠক

জাতীয়

মোহাম্মদপুরে রাতভর যৌথ অভিযান, গ্রেফতার ৪৫

প্রিন্ট
মোহাম্মদপুরে রাতভর যৌথ অভিযান, গ্রেফতার ৪৫

ছবি : মোহাম্মদপুরে রাতভর যৌথ অভিযান, গ্রেফতার ৪৫


প্রকাশিত : ২৭ অক্টোবর ২০২৪ আপডেট : ২৭ অক্টোবর ২০২৪

রাজধানীর মোহাম্মদপুরের আইনশৃঙ্খলা রক্ষা ও সন্ত্রাস-চাঁদাবাজি রোধে আজ রবিবার (২৭ অক্টোবর) থেকে সেনাবাহিনী এলাকায় অস্থায়ী ক্যাম্প স্থাপন বসাবে। সেনাবাহিনীর ২৩ ইস্ট বেঙ্গলের উপ-অধিনায়ক মেজর নাজিম আহমেদ জানিয়েছেন, মোহাম্মদপুরের বিভিন্ন হাউজিং এলাকায় অস্থায়ী ক্যাম্প থেকে সেনাবাহিনীর সদস্যরা সার্বক্ষণিক টহল দেবেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখবেন। শনিবার (২৬ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে বছিলায় সেনাবাহিনীর ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

মেজর নাজিম জানান, মোহাম্মদপুরে বর্তমানে ২৭-২৮টি কিশোর গ্যাং সক্রিয় থাকার তথ্য রয়েছে, যাদের মধ্যে ৩০-৪০ শতাংশ সদস্য জেনেভা ক্যাম্প এলাকার। শনিবার সেনাবাহিনীর ২৩ ইস্ট বেঙ্গলের একটি অভিযানে বসিলা সুপারশপ ডাকাতির ঘটনায় জড়িত ২জনসহ মোট ৪৫ জন সন্ত্রাসীকে গ্রেপ্তার এবং তাদের কাছ থেকে বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আটকদের অনেকের হাতে বিভিন্ন ট্যাটু চিহ্ন দেখা গেছে, যা তাদের গ্যাং সদস্য পরিচয়ের বৈশিষ্ট্য বহন করে। মেজর নাজিম উল্লেখ করেন, আটককৃতদের মধ্যে ১৫-১৬ জন গ্যাং লিডার বা গডফাদার রয়েছেন, যারা চাঁদাবাজি ও ডাকাতির সঙ্গে যুক্ত।

প্রসঙ্গত, গত শুক্রবার (২৫ অক্টোবর) মোহাম্মদপুরের বছিলা এলাকায় ধারালো অস্ত্রের মুখে একটি সুপার শপ ও মোবাইল ব্যাংকিং দোকানে ডাকাতির ঘটনা ঘটে। দোকানের সিসি ক্যামেরায় দেখা যায়, ডাকাতদলের হাতে ধারালো অস্ত্র ছিল। প্রায় একই সময়ে কাছের আরেকটি মোবাইল ব্যাংকিংয়ের দোকানে হামলা চালিয়ে নগদ টাকা নিয়ে যায় তারা। ওই ঘটনার পর শনিবার রাতে মোহাম্মদপুরে যৌথ অভিযানে নামে সেনাবাহিনী। আতঙ্কিত না হয়ে জনগনকে তথ্য দিয়ে সহায়তার আহ্বান সেনাবাহিনীর।