পাঠক

রাজনীতি

ব্রাহ্মণবাড়িয়া'য় স্কুল শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত।

প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়া'য় স্কুল শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত।

ছবি : ছবি: মোজাহিদ আরাবি, ব্রাহ্মণবাড়িয়া।


প্রকাশিত : ০৪ নভেম্বর ২০২৪ আপডেট : ০৫ নভেম্বর ২০২৪

রক্তদানের কার্যক্রমকে স্কুল শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে "তারুণ্যের সপ্নছোঁয়া যুব সমাজসেবা ব্লাড ফাউন্ডেশন" এর উদ্যোগে সোমবার (৪ নভেম্বর) সকাল ১০.ঘটিকায় আহরন্দ মহিউদ্দিন নগর উচ্চ বিদ্যালয়ে ২০০ শতাধিক স্কুল শিক্ষার্থীদের\'কে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। অনুষ্ঠান শেষে তারুণ্যের সপ্নছোঁয়া যুব সমাজসেবা ব্লাড ফাউন্ডেশন এর পক্ষ থেকে আহরন্দ মহিউদ্দিন নগর উচ্চ বিদ্যালয়কে সম্মাননা স্মারক দেওয়া হয়েছে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা মোহাম্মদ রাসেল, ফারহান মারুফ (সভাপতি) রফিকুল ইসলাম (সহ সভাপতি) সাধারণ সম্পাদক আরাফাত ইসলাম, শামিম আহমেদ শাওন (প্রধান সমন্বয়ক) রবিন রহমান (উপদেষ্টা) সালাউদ্দিন ভূইয়া (অর্থ সম্পাদক) শেখ নাহিদ (যুগ্ম সাধারণ সম্পাদক) রনি মিয়া (দপ্তর সম্পাদক)সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাগর ভূইয়া, রাব্বি, জুয়েল, মোজাহিদ আরাবি, জাহিদ খাঁন প্রমুখ। 

এ প্রসঙ্গে তারুণ্যের সপ্নছোঁয়া যুব সমাজসেবা ব্লাড ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা মোহাম্মদ রাসেল বলেন, আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য মানবিক কাজ করা। গত দুই বছর যাবত সেটাই করে যাচ্ছি। আমরা বিভিন্ন স্কুল, কলেজে, মাদ্রাসা সহ সাধারণ মানুষদের ফ্রী রক্তের গ্রুপ নির্ণয় করে দেয়, এবং অসহায় রুগীদের রক্তের ব্যাবস্থা করে দেয়, এবং প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ায়। আমরা আরও বিভিন্ন মানবিক কাজ করে থাকি।