পাঠক
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১ টি দেশীয় তৈরি এলজি, ৫ রাউন্ড তাঁজা গুলিসহ এক রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি।
গতকাল রবিবার রাতে টেকনাফের জিমংখালী সীমান্ত এলাকা থেকে অস্ত্র সহ উক্ত রোহিঙ্গাকে আটক করা হয়।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ আজ সকালে জানান, গতকাল ৩ নভেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ বিজিবি ব্যাটালিয়নের একটি টিম জিমংখালী এলাকা নিয়মিত টহল পরিচালনা কালে একজন ব্যক্তিকে হাতে ব্যাগ নিয়ে বাংলাদেশ-মায়ানমার সীমান্ত শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের এলাকার দিকে আসতে দেখে। উক্ত ব্যক্তির গতিবিধি সন্দেহজনক হওয়ায় টহলদল তাকে আটক করতে সক্ষম হয়।
উক্ত ব্যক্তিকে তল্লাশি করে তার কাছ থেকে ১টি দেশীয় তৈরি এলজি, ৫ রাউন্ড তাঁজা গুলি ১টি খালী খোসা উদ্ধার করতে সক্ষম হয়।
আটক রোহিঙ্গা -হাবিবুর রহমান এর পুত্র মো. আলম (২৯) ১২ নম্বর বালুখালী এফডিএমএন ক্যাম্প।
লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ আরো জানান আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ডাকাত দলের সদস্য বিভিন্ন সময় টেকনাফ এলাকার গুরুত্বপূর্ণ মার্কেট, দোকান এবং বাড়ি-ঘরে ডাকাতি করে থাকে।
আটককৃত ডাকাত দলের সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
মতামত