পাঠক

রাজনীতি

৭ দফা দাবিতে ঢাকায় ওলামা মাশায়েখ সম্মেলন উনুস্ঠিত

প্রিন্ট
৭ দফা দাবিতে ঢাকায় ওলামা মাশায়েখ সম্মেলন উনুস্ঠিত

প্রকাশিত : ০৫ নভেম্বর ২০২৪ আপডেট : ০৬ নভেম্বর ২০২৪

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কওমী ও তাবলীগের যৌথ  ওলামা মাশায়েখ সম্মেলন উনুস্ঠিত হয়.. 

এতে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী. বাংলাদেশ খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির আমীর আব্দুল হামিদ মধুপুরী.  ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মাওলানা নিয়ামতুল্লাহ. খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক. জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করিম আবরার সহ দেশের শীর্ষ স্হানীয় আলেম উলামাগন.. 

সমাবেশে তাবলীগ এক পর্ব ও মাওলানা সাদ কে দেশে আনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জুর আবেদন জানান বক্তাগন.. 

সম্মেলনে দাবি পেশ করেন মাওলানা আব্দুল হামিদ মধুপুরী 

মাওলানা সা\\\'দকে বাংলাদেশে আসতে দিলে অন্তর্বর্তিকালীন সরকারকে দেশ ছেড়ে পালাতে হবে বলেছেন মধুপুরের পীর সাহেব আল্লামা আবদুল হামিদ হাফিজাহুল্লাহ। এছাড়া সম্মেলন থেকে অফিসিয়ালী ৯দফা ঘোষণা করা হয়।


১. তাবলীগ নিয়ে বিচ্ছিন্ন মহলের সকল ষড়যন্ত্র বন্ধ করতে হবে। 

২. সাধারণ শিক্ষা সিলেবাসে ধর্মশিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। 

৩. আলেমদের বিরুদ্ধে বিগত সরকারের যাবতীয় মামলা প্রত্যাহার করতে হবে। 

৪. শাপলা চত্বরের গণহত্যায় জড়িত আসামীদের বিচার করতে হবে। 

৫. ১৮ সালে টঙ্গী ময়দানে সাদপন্থীদের নৃশংস আক্রমণের বিচার করতে হবে। 

৬. কোনো অবস্থাতেই বিভ্রান্ত সাদ সাহেবকে এদেশে আসতে দেয়া হবে না। 

৭. আলেমপন্থীদের বিশ্ব ইজতেমাই সরকারঘোষিত দুই পর্বে করতে দিতে হবে। 

৮. কাকরাইল আজ থেকে কেবলমাত্র শুরায়ি নেজামে পরিচালিত হবে। 

৯. অভিশপ্ত কাদিয়ানিদের অবিলম্বে অমুসলিম ঘোষণা করতে হবে।