পাঠক

খেলাধুলা

নরসিংদীর রায়পুরায় ম্যারাথন অংশ নিলো ৬টি দেশের নাগরিকসহ মোট ৭০০ জন

প্রিন্ট
নরসিংদীর রায়পুরায় ম্যারাথন অংশ নিলো ৬টি দেশের নাগরিকসহ মোট ৭০০ জন

প্রকাশিত : ০৮ নভেম্বর ২০২৪ আপডেট : ০৮ নভেম্বর ২০২৪

নরসিংদী জেলার ইতিহাসে সবচেয়ে বেশি দৌড়বিদ অংশ নিয়েছেন আজ ৮ নভেম্বরের ম্যারাথনে।

তিনটি ভাগের এই দৌড়ে অংশ নিয়েছেন ৬টি দেশের ১৫ জন নাগরিকসহ মোট ৭০০ জন।


চীন জাপান যুক্তরাষ্ট্র নেদারল্যান্ডস রাশিয়া ও চেক রিপাবলিকসহ ৬টি দেশের ১৫ নাগরিকের পাশাপাশি বাংলাদেশী ৭০০ জন দৌড়বিদ অংশ নিয়েছেন। এর আগে অনানুষ্ঠানিকভাবে হাফ ম্যারাথন অনুষ্ঠিত হলেও এবার রায়পুরা রানার কমিউনিটি ও উপজেলা প্রশাসনের উদ্যোগে এটিই প্রথম ফুল ম্যারাথন।

তিনটি বিভাগে অনুষ্ঠেয় ফুল ম্যারাথন ৪২ কিলোমিটার,হাফ ম্যারাথন ২১ কিলোমিটার ও ১০ কিলোমিটার ম্যারাথনে মোট ১০০০ জন দৌড়বিদ অংশগ্রহণ করেছে।


আয়োজকরা জানিয়েছে ভোর ৫ টায় রায়পুরা উপজেলা পরিষদ থেকে নরসিংদী রায়পুরা আঞ্চলিক সড়কের হাসনাবাদ ১০ নম্বর ব্রীজ পর্যন্ত নির্ধারিত স্থান।

দৌড়বিদদের নিরাপত্তায় পুলিশ গ্রাম পুলিশ আনসার ও ২০০ শতাধিক স্বেচ্ছাসেবী রয়েছে। এম্বুলেন্সসহ মেডিকেল টীম রয়েছে প্রাথমিক চিকিৎসার জন্য।