পাঠক
ছবি : অপরিচিত নম্বর থেকে কল করা ব্যক্তির পরিচয় জানতে পারবেন আইফোন ব্যবহারকারীরা
অপরিচিত ব্যক্তির মোবইল নম্বর চেনার ক্ষেত্রে অনেকে ট্রুকলার ব্যবহার করে থাকেন। ট্রুকলার তার ডাটাবেজ থেকে ব্যক্তির পরিচয় এনে ব্যবহারকারীর স্ক্রিনে দৃশ্যমান করে। এছাড়াও ব্যবহারকারী চাইলেই নির্দিষ্ট কোনো নম্বরকে ব্লক করে রাখতে পারেন এই অ্যাপটির মাধ্যমে। এবার আইফোনেও স্প্যাম কল ঠেকাতে এমন সুবিধা চালু করতে যাচ্ছে অ্যাপল।
অ্যাপলের তথ্যমতে, “বিজনেস কলার আইডি” নামের এ সুবিধায় বিভিন্ন প্রতিষ্ঠান আগে থেকেই ফোন নম্বর, নাম ও লোগো যুক্ত করতে পারবেন। এর ফলে অপরিচিত নম্বর থেকে কোনো ফোনকল করা ব্যক্তি বা প্রতিষ্ঠানের পরিচয় সহজেই জানতে পারবেন আইফোন ব্যবহারকারীরা। এর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ভুয়া পরিচয় দিয়ে করা স্প্যাম কল শনাক্তের সুযোগ মেলায় প্রতারণার সংখ্যা কমে যাবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।
অ্যাপলের এই সুবিধাটি ব্যবহারকারীরা আইফোনের পাশাপাশি ম্যাপ, মেসেজ ও ওয়ালেট অ্যাপসেও পাবেন। যেকোনো প্রতিষ্ঠান কোনো ধরনের মূল্য পরিশোধ ছাড়াই কলার আইডিতে নিবন্ধন করতে পারবেন। অ্যাপল জানিয়েছে আগামী বছরের শুরুতে বিজনেস কলার আইডি সুবিধাটি চালু হবে।
মতামত