পাঠক
ছবি : হোয়াটসঅ্যাপ/প্রতীকী ছবি/পেক্সেলস
মেটা মালিকানাধীন বার্তা আদান-প্রদান অ্যাপ হোয়াটসঅ্যাপ সম্প্রতি ব্যবহারকারীদের জন্য নিয়ে এলো নতুন এক সুবিধা। এখন ব্যবহারকারীরা ভিডিও কলের জন্য ফিল্টারস ও ব্যাকগ্রাউন্ডস নামের নতুন দুটি সুবিধা ব্যবহার করতে পারবেন। নতুন সুবিধাগুলো কাজে লাগিয়ে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করার সময় স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন ধরনের পটভূমি ব্যবহারের পাশাপাশি লো লাইট মোড চালু করে ফোনের পর্দায় আলোর উজ্জ্বলতা কম করা যায়। এর ফলে আশপাশে আলো কম থাকলেও স্বচ্ছন্দে ভিডিও কল করার সুযোগ পাওয়া যায়।
চলুন জেনে নেওয়া যাক হোয়াটসঅ্যাপে ভিডিও কলের সময় লো লাইট মোড চালুর পদ্ধতি।
প্রথমেই ব্যবহারকারীকে ভিডিও কলের সময় লো লাইট মোড চালুর জন্য স্মার্টফোন থেকে হোয়াটসঅ্যাপে প্রবেশ করে কাঙ্ক্ষিত ব্যক্তির চ্যাটবক্সে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পর ভিডিও কল চালুর পর অপর পাশে থাকা ব্যক্তির স্ক্রিন উইন্ডোতে ট্যাপ করে প্রবেশ করতে হবে। এবার ওপরের ডানদিকে থাকা ম্যাজিক আইকনে ট্যাপ করে বাল্ব আইকনে ক্লিক করলেই লো লাইট মোডটি স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে। ভিডিও কল চলাকালে ব্যবহারকারীরা চাইলে নিচে থাকা বিভিন্ন অপশন থেকে লো লাইট মোডের উপযোগী বিভিন্ন ফিল্টার নির্বাচন করে ব্যবহার করতে পারবেন।
মতামত