পাঠক

সাহিত্য পাতা

সাহিত্য আরশ মাধুরি রানী

প্রিন্ট
সাহিত্য  আরশ মাধুরি রানী

প্রকাশিত : ১৭ নভেম্বর ২০২৪

বেলাশেষে

.....................

তার দেখা পেলাম আজ,

ছিলো অপরুপ সাজ।

পরিচয় ছিলো ফেসবুকে শুধু

মুগ্ধ হতাম তার লেখা পাঠে 



বহুগুণে গুণান্তিতা যিনি,

সপ্তডিঙার ডিঙি।

এলোচুলে তিনি সাদামাটা রুপে

মাতৃহৃদয় খুঁজে পেলাম তার



সারাটি অধর জুড়ে,

ভাসে শব্দের খেলা ফুঁড়ে।

সপ্তডিঙার ডিঙি তিনি

কবি নই আমি,নগন্য একজন



স্বল্পসময় ক্ষেপণ,

লিখলাম যেমন-তেমন।

লিখতে পারিনা,পাঠক আমি

তার শুদ্ধতায় মুগ্ধ হয়ে



দ্রুত হলাম বিলীন-----

শ্রদ্ধেয় কবি বন্ধুর লেখা