পাঠক
ছবি : অবৈধভাবে দালান নির্মান কাজ চলমান।
প্রশাসন বন ও পরিবেশ অধিদপ্তরের অভিযান পরিচালনা করার কথা থাকলে ও অদৃশ্য ভাবে তা হয়না।বনবিভাগের অনেকেই রাগের মাথায় বলেন সিনিয়রদের কাছ থেকে কোন উচ্ছেদ অভিযানে যাওয়ার পারমিশন না পাওয়ার কারনে অনেক কিছু দেখলেও না দেখার ভান করে থাকতে হয়।এদিকে স্হানীয় জেলেরাও ও বাসিন্দারা এটা নিয়ে খুবই বিস্ময় প্রকাশ করে বলেন, স্থাপনা উচ্ছেদ করতে সকল প্রশাসনের সহযোগিতা করতে হবে বলে জরুরী মনে করেন সেই সাথে উচ্ছেদের জন্য জোর প্সরতিবাদ করেন সড়ক ব্যবহারকারীও পথচারীরা।
মতামত