পাঠক

রাজনীতি

বেকারত্ব নিরসনে যুব উন্নয়নের উদ্যোগ জামালপুরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ৩য় ব্যাচের উদ্বোধন

প্রিন্ট
বেকারত্ব নিরসনে যুব উন্নয়নের উদ্যোগ  জামালপুরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ৩য় ব্যাচের উদ্বোধন

প্রকাশিত : ০২ জুলাই ২০২৫

জামালপুর সংবাদদাতা:১ জুলাই ২০২৫:

যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জামালপুরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ৩য় ব্যাচের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। দেশের ৪৮ জেলায় চলমান এই প্রকল্পের লক্ষ্য বেকার যুবকদের দক্ষ করে তোলা এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।

উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালকের কার্যালয়ে। এতে সভাপতিত্ব করেন আতাহার আলি, বিভাগীয় প্রধান (সিলেট-ময়মনসিংহ), ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেড। প্রধান অতিথি ছিলেন মোঃ সাইফুল ইসলাম খান, উপ-পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, জামালপুর।

বিশেষ অতিথি ছিলেন ফরহাদ হোসেন, কম্পিউটার প্রশিক্ষক এবং মেজবাহ মিয়া, সহকারী প্রশিক্ষক। অনুষ্ঠানে ৫০ জন প্রশিক্ষণার্থীকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।