পাঠক
মা মাটির অভিশাপে ধ্বংস হোক এই জনপদ
ধর্ষিত মায়ের অভিশাপে ধ্বংস হোক এই জনপদ।
এই জন্মভূমির সাথে গাদ্দারির অভিশাপে ধ্বংস হোক এই জনপদ।
পদ্মা মেঘনা যমুনা ডাকাতিয়ার গলিত লাশের অভিশাপে ধ্বংস হোক এই জনপদ।
কাটা স্তনের অভিশাপে ধ্বংস হোক এই জনপদ।
বেয়নেটের খোঁচায় ক্ষতবিক্ষত যোনির অভিশাপে ধ্বংস হোক এই জনপদ।
হাজারো শহীদ বুদ্ধিজীবীর অভিশাপে এই জনপদে কখনোই শিক্ষার আলো না আসুক,
ধ্বংস হোক, ধ্বংস হোক, ধ্বংস হোক এই জনপদ।
এই অপবিত্র জনপদকে ধুয়ে পরিস্কার করার আগ পর্যন্ত এটা ধ্বংস হয়েই থাক।
তাজা রক্তে রঞ্জিত হওয়ার আগ পর্যন্ত এটা ধ্বংস হয়েই থাক।
এই নাপাকি দুর্গন্ধময় পরিবেশে আর কোনো নতুন বাঙালি শিশু জন্ম না নিক।
খোদার গজবে আদ সামুদের মতো এই জনপদও উল্টিয়ে যাক।
নতুবা এই নাপাকদের রক্তে এই ভূমিকে স্নান করিয়ে পবিত্র করে আবারও পাপের প্রায়শ্চিত্ত হোক।
মতামত