পাঠক

সারাদেশ

ধামইরহাটে আড়ানগর ইউনিয়ন পরিষদের দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

প্রিন্ট
ধামইরহাটে আড়ানগর ইউনিয়ন পরিষদের দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ২৭ জুলাই ২০২৫

নওগাঁর ধামইরহাটে আড়ানগর ইউনিয়ন পরিষদের দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে জলবায়ু পরিবর্তন জনিত বিপন্নতা বিশ্লেষনে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) ও আড়ানগর ইউনিয়ন পরিষদ এর আয়োজনে সুইজারল্যান্ড সরকার এর অর্থায়নে, ওয়াটারএইড ও সুইসকন্টাক্ট বাংলাদেশের যৌথ সহযোগিতায় ২৭ জুলাই রবিবার সকাল ১১ টায় আড়ানগর ইউনিয়ন পরিষদ হলরুমে আড়ানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোসাদ্দেক হোসেনের সভাপতিত্বে ওয়ার্ড পর্যায়ের অংশগ্রহনমূলক জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা বিশ্লেষণের প্রাপ্ত ফলাফল ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির নিকট উপস্থাপন ও যাচাই করা হয়।

সভায় অংশগ্রহণকারীরা বিভিন্নভাবে তাদের মতামত ব্যক্ত করে, ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড পর্যায় থেকে প্রাপ্ত চাহিদা, ওয়ার্ডের বিপন্নতা এবং ওয়ার্ড পর্যায়ের অংশগ্রহনমূলক জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা বিশ্লেষণের প্রাপ্ত সমস্যার আলোকে ইউনিয়ন উন্নয়ন পরিকল্পনা তৈরী করা এবং পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় প্রাধান্য দিয়ে কমিউনিটির কর্মপরিকল্পনা বাস্তবায়নের পদক্ষেপ গ্রহন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মেহেদী হাসান, অবসরপ্রাপ্ত প্রকৌশল মোঃ শহিদুল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক মোঃ ফিরোজ আলম। গোফরইমপ্যাক্ট কর্মসূচীর সাবডিস্ট্রিক কো-অর্ডিনেটর মোঃ রওশন জামাল চৌধুরী, ইউনিয়ন আউটরিচ এন্ড মোবিলাইজেশন অফিসার সংকর সরকার, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোঃ ছাবদুল ইসলাম, সুশিল সমাজের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ, ইউনিয়ন পরিষদের সদস্য, সদস্যা বৃন্দ, ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ এবং ইউনিয়ন হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর ও উদ্দ্যোক্তগন স্থানীয় জনসাধারণ প্রমুখ।