পাঠক
বিশেষ প্রতিনিধি (ঢাকা):বর্ণবৈষম্যবিরোধী অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার আদর্শে অনুপ্রাণিত হয়ে সমাজসেবায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশের সর্বোচ্চ রক্তদাতা, মরণোত্তর চক্ষুদান অঙ্গীকারকারী ও স্কিন ব্যাংকে প্রথম স্কিন দানকারী মানবিক ব্যক্তিত্ব মোঃ জাভেদ নাছিম-কে “মুক্তি সংগ্রামী পদক ২০২৫” প্রদান করা হয়েছে।
২৬ জুলাই শনিবার বিকেলে রাজধানীর বাংলামোটরস্থ বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করে নিউ জেনারেশন ফোরাম বাংলাদেশ। সহযোগিতায় ছিল মৃধাজ ড্রইং হাউজ, রাব্বি হারবাল, এবং বেটার লিভিং ফাউন্ডেশন।
মোঃ জাভেদ নাছিম তাঁর নিঃস্বার্থ সমাজসেবা, মানবিক উদ্যোগ এবং অঙ্গদান সম্পর্কে জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি এখন পর্যন্ত ১৯৩ বার স্বেচ্ছায় রক্তদান করেছেন—যা দেশের ইতিহাসে একটি অনন্য রেকর্ড। পাশাপাশি, তিনি জীবিত অবস্থায় মরণোত্তর চক্ষুদান ও স্কিন দানের অঙ্গীকার করে তা বাস্তবায়ন করেছেন, যা বাংলাদেশের স্কিন ব্যাংক ইতিহাসে প্রথমবারের মতো ঘটনা।
অনুষ্ঠানে তিনি নিজে উপস্থিত থেকে পুরস্কার গ্রহণ করেন, যা উপস্থিত অতিথিদের আবেগাপ্লুত করে তোলে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রিয় অভিনেতা খলিলুর রহমান কাদেরী, প্রধান আলোচক ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কবি ও গবেষক ড. এস এম শাহনূর। সভাপতিত্ব করেন কবি পুষ্পেন রায়, এবং সঞ্চালনায় ছিলেন উপস্থাপিকা ফারজানা মৃদুলা।
আলোচনায় বক্তারা বলেন “মোঃ জাভেদ নাছিমের মতো সমাজসেবকরা নিঃস্বার্থ মানবতার প্রতীক। তাঁর আত্মত্যাগ ও উদ্যোগ তরুণ সমাজকে অনুপ্রাণিত করবে মানবিক ও শান্তিপূর্ণ বাংলাদেশ গঠনে।”তিনি একজন রক্তদাতা বা অঙ্গদাতা নন, তিনি একজন নীরব সমাজ বিপ্লবী। তাঁর জীবনদর্শন এবং নিরব মানবিক আন্দোলন পরবর্তী প্রজন্মের জন্য হয়ে থাকবে এক উজ্জ্বল অনুপ্রেরণা ও আলোকবর্তিকা।
অনুষ্ঠানে রাব্বি হারবাল-এর পক্ষ থেকে স্কিন ব্রাইট হোয়াইটেনিং প্রোডাক্টের ফ্রি স্যাম্পলিং করা হয়।
মতামত