পাঠক

সাহিত্য পাতা

শহীদ মেহেদী

প্রিন্ট
 শহীদ মেহেদী

প্রকাশিত : ২০ অক্টোবর ২০২৪ আপডেট : ২০ অক্টোবর ২০২৪


স্বাধীনতার তরেতে জীবন দিলো মোদের কত ভাই,

তাঁদের রক্তের বিনিময়ে আজি স্বাধীনতার স্বাদ পাই।

কত শত মানুষ ধরা ছাড়লো জানি না পরিচয়,

যাদের রক্তে রঞ্জিত পথে এসেছে ফের বিজয়।

কবিতার ভাষায় লিখছি আজ এক শহীদের কথা,

কী লিখবো ভাবতে গেলে বাড়ে হৃদয়ের ব্যথা।

দূর থেকে দেখেছি মেহেদীর মায়ের অশ্রুসিক্ত আঁখি,

বিষন্নতায় ছেয়ে যায় মন,শান্ত কেমনে থাকি!

বন্দুকের নলে দাঁড়িয়েছিল ছেলে আপন বুক পেতে,

অন্যায় না মেনে মাথায় বুলেট নিয়েছে গেঁথে।

দেশ রক্ষার জন্য মেহেদী মৃত্যুকে করেছে আলিঙ্গন,

প্রাত্যহিক মুনাজাতে তোমরা করিও তাঁকে স্মরণ।

এ বাংলার ইতিহাস থেকে যেনো কভু না মুছে তার স্মৃতি,

এই অনুরোধ জানিয়ে টানছি কবিতার ইতি।