পাঠক

জাতীয়

কক্সবাজারের উখিয়া কুতুপালং মাদক মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত একজন আসামী র‌্যাব-১৫ কর্তৃক গ্রেফতার

প্রিন্ট
কক্সবাজারের উখিয়া কুতুপালং  মাদক মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত একজন আসামী র‌্যাব-১৫ কর্তৃক গ্রেফতার

প্রকাশিত : ২০ অক্টোবর ২০২৪

চট্টগ্রামের বাঁশখালী থানার মামলা নং ৩৫(৯)২২, জিআর-৪০৩/২২, প্রসেস নং ৭৬৯/২৪, ধারা-৩৬(১) এর ১০(খ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী নূর নাহার’কে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১৫, কক্সবাজার এর গোয়েন্দা তৎপরতা চলমান রাখে।
তারি ধারাবাহিকতায়  আসামী কক্সবাজারের উখিয়া থানাধীন কুতুপালং বাজার এলাকায় অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে ১৯ অক্টোবর ২০২৪ তারিখ অনুমান ১২.৩০ ঘটিকার সময় র‌্যাব-১৫, সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী নূর নাহার (৩৮), স্বামী-মোস্তফা কামাল, পিতা-মৃত মনু মিয়া, সাং-ক্যাম্প-২, কুতুপালং, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার’কে র‌্যাবের আভিযানিক দল গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত নূর নাহার জোরপূর্বক বাস্তুচ্যুত পার্শ্ববর্তী দেশের নাগরিক এবং বর্ণিত মাদক মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী।
  গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।