পাঠক

জাতীয়

শেরপুরে আল ইনসান ফাউন্ডেশনের পূনর্বাসনের কাজ শুরু

প্রিন্ট
শেরপুরে আল ইনসান ফাউন্ডেশনের পূনর্বাসনের কাজ শুরু

প্রকাশিত : ২০ অক্টোবর ২০২৪

 আল ইনসান ফাউন্ডেশন বাংলাদেশ  এর উদ্যোগে বন্যা-পরবর্তী পূনর্বাসনের কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (১৯ই অক্টোবর)  ঝিনাইগাতি উপজেলার  দীঘিরপার ফাজিল মাদরাসার পাশে এক অসহায় পরিবারের জন্য ঘর নির্মাণ কাজ শুরু করেছে। এছাড়াও বিভিন্ন এলাকা পরিদর্শন করে বন্যায় ক্ষতিগ্রস্তদের পূনর্বাসন সহযোগিতার জন্য দিনরাত কাজ করে যাচ্ছে আল ইনসান ফাউন্ডেশন বাংলাদেশ এর সেচ্ছাসেবীরা।


স্মরণকালের ভয়াবহ বন্যায় আল ইনসান ফাউন্ডেশন বাংলাদেশ শুরু থেকেই বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছে। শেরপুরের ভয়াবহ বন্যায় আল ইনসান ফাউন্ডেশন বাংলাদেশ প্রায় ১৬০০ মানুষের মাঝে ত্রান-সাহায্য পৌঁছে দিয়েছে এবং ফেনী নোয়াখালী, কুমিল্লার বন্যায় ৩০০ পরিবারকে ত্রান-সাহায্য পৌছে দিয়েছে। 


আল ইনসান ফাউন্ডেশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা মাওলানা মোহাইমিনুল ইসলাম আল আযহারী বলেন,  বাংলাদেশের যেকোনো ক্রান্তিলগ্নে আল ইনসান ফাউন্ডেশন বাংলাদেশ সব সময় মাঠে থাকবে। এবং শেরপুরের বন্যায় বিলীন হওয়া অসহায় পরিবারের পুনর্বাসনের কাজ চলমান থাকবে।