পাঠক

আইটি বিশ্ব

শিক্ষার্থীদের উদ্ভাবিত রোবটের তাক লাগানো প্রদর্শনী: রাঙামাটি সায়েন্স ও রোবটিক্স অলিম্পিয়াডে

প্রিন্ট
শিক্ষার্থীদের উদ্ভাবিত রোবটের তাক লাগানো প্রদর্শনী: রাঙামাটি সায়েন্স ও রোবটিক্স অলিম্পিয়াডে

ছবি : রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের খুদে শিক্ষার্থীরা উদ্ভাবন করেছে রেসকিউ রোবট ও রিমোট কন্ট্রোল রেসকিউ বোট।


প্রকাশিত : ২০ অক্টোবর ২০২৪ আপডেট : ২০ অক্টোবর ২০২৪

রাঙামাটি শহরে অনুষ্ঠিত হলো ‘সায়েন্স ও রোবটিক্স অলিম্পিয়াড’। এই অনুষ্ঠানে লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা উদ্ভাবন করেছে রেসকিউ রোবট ও রিমোট কন্ট্রোল রেসকিউ বোট। দলের নেতা প্রমীলা চাকমা জানান, তাদের উদ্ভাবিত রোবট বন্যায় আটকে পড়া মানুষদের উদ্ধার করতে সক্ষম এবং কী সহায়তা প্রয়োজন, তা জানাতে পারবে। এ প্রজেক্টটি তৈরি করতে ৯ হাজার টাকা ব্যয় হয়েছে, যা বৃহৎ আকারেও নির্মাণ করা সম্ভব। 

অলিম্পিয়াডে ২২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয় এবং ‘বিজ্ঞান চর্চা ছড়িয়ে যাক পাহাড় থেকে সমতলে’ স্লোগানে আয়োজিত এ উৎসবে রোবটিক্স বিষয়ে কুইজ ও বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী হিরো চাকমা উদ্ভাবন করেছে ম্যানুয়াল রেসকিউ বোট, যা মানুষের নিয়ন্ত্রণে তিন কিলোমিটার পর্যন্ত চলতে পারে। বোটটি দুর্গম এলাকায় ত্রাণ বিতরণ, উদ্ধার কার্যক্রম এবং অন্যান্য প্রয়োজনীয় কাজ করতে সক্ষম।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি সদর উপজেলার ইউএনও রিফাত আসমা। বিশেষ অতিথি ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৃদুল কান্তি তালুকদার এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহকারী কিউরেটর এসএম আবু হান্নান। বক্তারা শিক্ষার্থীদের বিজ্ঞানভীতি দূর করে নতুন প্রযুক্তি গ্রহণের মাধ্যমে বাংলাদেশকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার আহ্বান জানান।