পাঠক
উখিয়ায় তুতুর বিল নামের একই গ্রামের দুই যুবক ৫ দিন ধরে নিখোঁজ রয়েছে। অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান মিলছে না। দিন যতই যাচ্ছে নিখোঁজ পরিবারে উদ্বেগ উৎকন্ঠা ততই বাড়ছে।
জানা গেছে, উপজেলার রাজা পালং ইউনিয়নের তুতুরবিল গ্রামের নুরুল হকের পুত্র মোহাম্মদ হাসান (১৮) ও মৃত ইমাম হোসেনের পুত্র কায়ইদা আজম (১৭) গত বৃহস্পতিবার (১৭ অক্টোবর) নিখোঁজ হন।
পিতা নুরুল আলম,জানান ওইদিন সকালে নির্মাণ শ্রমিকের কাজ করতে ছেলে হাসান সকালে ঘর থেকে বের হয়। সন্ধ্যায় বাড়িতে ফিরে না আসায় অনেক খোঁজাখুঁজি করেও ছেলের সন্ধান মিলছে না। অনুরূপভাবে মা ছলিমা খাতুন জানান, তার ছেলে কাইয়দা আজম, একই দিন কাজ করতে বের হয়ে আর বাড়িতে ফিরেনি।তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও কোন খোঁজ মেলেনি।পরিবারের ধারনা অপহরণ কারীর কবলে পড়ছে মনে হয়। দ্রুত তাদের উদ্ধারের জন্য প্রশাসনের প্রতি বিনীত অনুরোধ জানিয়েছেন পরিবার।
মতামত