পাঠক

সাহিত্য পাতা

কালকেই হবে সীমান্তে লংমার্চ

প্রিন্ট
কালকেই হবে সীমান্তে লংমার্চ

প্রকাশিত : ২২ অক্টোবর ২০২৪ আপডেট : ২২ অক্টোবর ২০২৪

কবিতা-ঃ- ❝কালকেই হবে সীমান্তে লং-মার্চ❞

কলমে-ঃ- নাঈমুল ইসলাম সবুজ

ফেলানী থেকে স্বর্ণা দাস 

কাঁটাতারে ঝুলছে লাশ।। 

সংবাদের পাতায় দেওয়া যায় না হাত,  

দিতেই দেখি সীমান্তে উঁচিয়ে ধরছে

 নিথর দেহ নামক বাংলাদেশ। 

বন্ধুর পরিচয়ে শত্রুতে পরিণত, 

প্রতিবেশী যেন আস্ত মানুষ খেকো।

যুগে যুগে নিয়েছে সব 

চেয়েছে করতে রাজত্ব।

পারেনি ওরা দিল্লির করতে

 পারেনি নিতে আমাদের বীরত্ব ।।

শুকনাই মারে খাদ্য সংকটে, বর্ষায় ছাড়ে পানি। 

তবু করিনি দিল্লির, করেছি ঢাকার গোলামি। 

মুহুরি থেকে তিস্তা, ভাসায় জলে দেশটা! 

ভেবেছে মোরা দমে যাবো, ঠিক তখনি দাড়িয়ে 

উঁচু শির দেখালো দেশটা।।

বন্ধ করো সীমান্ত হত্যা আর নয় সংঘাত! 

ভেবে থাকো যদি চুপসে যাবো নতুন করে দিবো ডাক, 

পরশু নয় কালকেই হবে সীমান্তে লং-মার্চ।।